How to Add Author Profile in Blogger 2021

 কীভাবে আপনারা Blogger এর মধ্যে Author Profile সেটআপ করবেন। সেটা নিয়ে আজকে আলোচনা করবো।

Add Author Profile


Author Profile কি?

Author Profile হলো ওয়েবসাইট এর Founder এর Bio। সেখানে ওয়েবসাইটের মালিকের ইনফর্মেশন থাকে। যেমনটা তার পড়ালেখা, কি সম্পর্কে যানে। কি কি ইনফর্মেশন দিবে। এক কথায় ওয়েবসাইটের মালিকের পুরো Bio ডাটা।

Author Profile Bio মধ্যে অল্প ইনফর্মেশন দিয়ে ওইখানে More, Learn more about him etc লিখে অন্য আরেকটা পেজ ফুল ইনফর্মেশন দিয়ে সেটার সাথে লিঙ্ক করে দেওয়া যায়। তার মাধ্যমে আপনার সম্পর্কে বিস্তারিতও নেক্সট পেজএ থাকবে।

ভিডিও :




আশা করি Author Profile কি এবং কিভাবে অ্যাড করে সেটা ভালো করে বুজতে পেরেছেন।

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন