কীভাবে আপনার Website Content Protect করেবেন সেটা বলবো। আপনারা হয়ত জানেন কতোটা কষ্ট করে Content লেখার পর যদি সেটা দেখেন Copy হয় অন্য ওয়েবসাইটে তখন কেউর ভালো লাগবে না। আজকে আমি দেখাবো কীভাবে আপনার Website Copy Paste Disable করবেন।
Content Disable:
যখন এক ওয়েবসাইটে থেকে Content Copy করে অন্য ওয়েবসাইটে Paste করে Content কপি করা হয় সেটা থেকে রক্ষা পেতে আমরা Content Disable করে থাকি।
Content Copy করলে কি হয়?
Content Copy করে যারা ওয়েবসাইট তৈরি করে তাদের ওয়েবসাইট কখন ও রাঙ্ক করে না। এমন ও দেখা যায় যার ওয়েবসাইট Copy করে ওয়েবসাইট তৈরি করা হয়েছে তার ও ওয়েবসাইটে সমস্যা দেখা যায়। মাঝে মাঝে দেখা যায় যে Original ওয়েবসাইট রাঙ্ক করে না।
কীভাবে Content Copy এবং Right Click Disable করবো ?
প্রথমে আমাদের ব্লগার যেতে হবে । তারপর Theme Click করবেন।
তার পর এই CSS Code Paste করতে হবে
body {user-select: none;}.toast-notification {background: #000;color: #fff;padding: 12px 24px;border-radius: 8px;font-size: 16px;position: fixed;bottom: 10px;opacity: 0;left: 50%;transform: translateX(-50%);transition: all 400ms ease;}.toast-notification.active {bottom: 50px;opacity: 1;}
তার পর আপনাদের Theme এর একদম শেষে যেতে হবে। </body> লিখে সার্চ করলে পেয়ে যাবেন।
</body> উপরে এই HTML Code Paste করবেন।
<div class="toast-notification">Right click is disabled for this website.</div>
তার পর HTML Code দেয়ার পর তার নিচে JavaScript Code দিবেন।
<script>
const toastNotification = document.querySelector(".toast-notification");
const showNotification = () => {
toastNotification.classList.add("active");
setTimeout(() => {
toastNotification.classList.remove("active");
}, 2000);
};
window.addEventListener("contextmenu", (e) => {
e.preventDefault();
showNotification();
});
</script>
এর পর Save করে নিবেন। তার পর আপনার ওয়েবসাইটি Reload করে নিবেন। তার পর দেখবেন আপনার Content কেউ Copy করতে পারবে না।
পরিশেষে
ওয়েবসাইট থেকে Content Copy করার অনেক উপায় রয়েছে। আমি ১০০% গ্যারান্টি দিতে পারবো না যে এই উপায় মাধ্যমে আপনার Content Copy থেকে বিরত থাকবে। তবে এটা বলা যেতে পারে যে আপনার Content Copy Paste করা টা ওত সহজ হবে না।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ওয়েবসাইট টি দেখার জন্য

একটি মন্তব্য পোস্ট করুন