কীভাবে Blog Post কে বিনামূল্যে Audio Podcast এ রূপান্তর করবেন Blogger এর মধ্যে সেটা আজকে বলবো। অন্য কোনো উপায় নেই Blogger মধ্যে Audio Podcast অ্যাড করার। যে উপায়টি রয়েছে সেটা আজকে বলবো।
Text To Speech
আগে যেনে নেই Text to Speech কি? এই পোস্টের উপরে দেখবেন যে Audio Podcast রয়েছে । আর এই Audio Podcast টা এই পোস্টের সব টেক্সট নিয়ে অডিওতে কনভার্ট করা হয়েছে। আর সেই Audio ব্লগার মধ্যে অ্যাড করা টেক্সট টু Speech এর কাজ।
ব্লগার মধ্যে অডিও অ্যাড করলে আরও ভাল User এর অভিজ্ঞতা পেতে সাহায্য করে এবং ওয়েবসাইটে ধরে রাখার সময়ও বাড়ায়। অনেক এ ব্লগ পোস্ট পরতে ভালোবাসেন আবার অনেক এ অডিও শুনতে ভালোবাসেন। তাই ব্লগ পোস্ট অডিও Podcast করে রাখলে তখন আপনার ব্লগের অনেক ভিউ বারে এবং ব্লগের Quality বারে। তাই Blogger মধ্যে অ্যাড করার জন্য আপনে এই ভিডিও দেখতে পারেন।
কীভাবে ব্লগার মধ্যে Podcast অ্যাড করবেন?
প্রথমে আপনার ব্লগার মধ্যে যেয়ে পোস্ট লিখবেন এবং সেই অডিও ফুল কপি করে টেক্সট টু অডিও কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য যে ওয়েবসাইট ব্যবহার করবেন সেটা হলও ttstool । তার পর আপনার অডিও টি ডাউনলোড করে নিবেন।
গুগল ড্রাইভঃ আপনার ডাউনলোড করা অডিও ফাইলটি গুগল ড্রাইভ এর মধ্যে আপলোড করার পর। তার পর ওই অডিও ফাইল এর গেট লিঙ্ক এ ক্লিক করে লিঙ্ক টি কপি করতে হবে। তার আগে গেট লিঙ্কটি Restricted থাকবে পাবলিক করে দিবেন। তার পর লিঙ্ক টি কপি করবেন।
লিঙ্ক কনভার্টঃ গুগল ড্রাইভ থেকে কপি করা লিঙ্ক টি কনভার্ট করতে হবে ডাউনলোড জন্য। যে ওয়েবসাইটে ডাউনলোড করবেন সেটা হলও gdirect । তার পর ডাউনলোড করা লিঙ্ক টি কপি করবেন । আরেকটি উপার রয়েছে যেটা আপনার কোনো কনভার্ট করতে হবে না। সেই উপায় টি হলও আপনার গুগল ড্রাইভ এর কোড তার মধ্যে যেমনঃ 1s1wH6IuI1HH7lBZ4WwIGWlmRGmxEGbPP এমন কোড ব্যবহার করবেন। আমি যে কোড দিয়ে দিবো ডাউনলোড (নিচে ডাউনলোড বাটন এ ক্লিক করে ডাউনলোড করতে পারবেন) করে ওই কোড মধ্যে আমার কোড টি কেটে আপনার গুগল ড্রাইভ এ কোড বইসে দিবেন তাতেই হবে। এর মাধ্যমে আপনার কোনো ফাইল কনভার্ট করতে হবে না।
তার পর কোড দেয়ার হবে সেটা ডাউনলোড করে নিবেন।
কোড ডাউনলোড করার পর আপনার ওয়েবসাইটের পোস্ট এর মধ্যে যাবেন যেটা টেক্সট অডিও তে কনভার্ট করে ছিলেন। আর কিছু করা লাগবে না। আপনার পোস্টের উপরে বইসে পাবলিশ বাটন এ ক্লিক দিলে হবে। আর পর আপনার পোস্টের মধ্যে সুন্দর একটি Audio Podcast অ্যাড করেতে পারবেন।
ধন্যবাদ আপনাকে পোস্ট টি পড়ার জন্য ।

একটি মন্তব্য পোস্ট করুন