যদি আপনে একজন ব্লগার হয়ে থাকেন, তাহলে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক সম্পর্কে অবশ্যই শুনেছেন। আসলে আপনে কি যানেন এই প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক কি এবং কেনও এটা ব্যবহার করা হয়।
যদি আপনে এই বিষয় কিছু জানেন না তাহলে, এই আর্টিকেলটি আপনার জন্য উপকারি হবে। এইখানে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক সম্পর্কে সকল ইনফর্মেশন দেওয়া হবে।
চলেন যেনে আসি
প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক কি?
PBN হলও অনেক গুলো ওয়েবসাইটর একটি নেটওয়ার্ক যেটার ব্যবহার যেকোনো একটি ওয়েবসাইটের লিংক বিল্ডিং করার জন্য ব্যবহার করা হয়, যার ফলে ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিন এ র্যাঙ্ক করে।
এটিতে অনেকগুলি বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, যা একটি কেন্দ্রীয় বা মেইন ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে।
যদিও এই ধরনের পদ্ধতি অনেক বছর আগে ব্যবহার করা হত।
PBN কে BLACK HAT SEO বলা যায় না কিন্তু আবার WHITE HAT SEO ও বলা যায় না। এটা GRAY HAT SEO, তাই আমাদের এটা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে কারন এটা ওয়েবসাইটের র্যাঙ্কিং এ সমস্যা সৃষ্টি করে।
এগুলি ছাড়াও এই পদ্ধতি ব্যবহার করে প্রায়ই ম্যানুয়াল পেনাল্টি খেতে হয়।
কিছু লোক চেষ্টা ছাড়াই হাই ডোমেন অথোরিটি ওয়েবসাইট থেকে অধিক মাত্রায় ব্যাকলিঙ্কগুলি পেতে এই পদ্ধতি ব্যবহার করে।
এখন আপনারা ভাবছেন এটা কীভাবে ?
এক্সপাইয়ার ডোমেইনের নাম কিনে, যেটা আগে থেকেই ডোমেইন অথোরিটি প্রতিষ্ঠিতও বা অর্জন করে ফেলেছে
অনেক গুলো এক্সপাইয়ার ডোমেইন কেনার পরে, তারা প্রতিটি ওয়েবসাইটে কনটেন্ট পোস্ট করে, প্রতিটি পোস্টে তারা তাদের ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্কগুলি তৈরি করে
এই প্রদ্ধতি ব্যবহার করে কম সময়ে হাই অথোরিটি ওয়েবসাইট থেকে অধিক পরিমান ব্যাকলিঙ্ক সংগ্রহ করে থাকে।
এখন আপনে চিন্তা করছেন এটাতো অনেক ভালো পদ্ধতি এর ফলে খুব সহজে ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবেন। তাই না?
আপনে এটা তো যানেন যে সব কাজেই ভালো দিক আছে আবার খারপ দিক ও আছে।
এই পদ্ধতি BLACK HAT SEO এর পদ্ধতি। এর কারনে আপনার ওয়েবসাইটে পেনাল্টি খাবেন
সুতরাং কোনো পদ্ধতি সঠিকভাবে বোঝার আগে আপনার ওই পদ্ধতি প্রো এবং কনসটি জানা উচিত।
PBN Pros and Cons
Pros
Increase in ranking: প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক ব্যবহার করে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং এ সুবিধা হয়। পানাব একটি ব্ল্যাক হ্যাট মেথড এবং এটি সার্চ ইঞ্জিন খুব তারাতারি রাঙ্কিং করে থাকে।কিছু এক্সপাইয়ার ডোমেইন ব্যবহার করে আমরা অযথা সময় নষ্ট না করে ব্লগ র্যাঙ্ক করতে পারি।
Revenue: এটি ব্লগের সম্পূর্ণ একটি নেটওয়ার্ক, সুতরাং এখান থেকে লিঙ্ক বিক্রি করে ভাল অর্থ উপার্জন করা হয়।
Authority: বিভিন্ন প্রকার ওয়েবসাইট গুলো একই নিশে তৈরি করা হয় এবং সেগুলোতে আর্টিকেল পাবলিশ করা হয়, এবং ওই আর্টিকেল এ মূল্যবান কিওয়ার্ড এর ব্লগ এর লিঙ্ক দেওয়া হয়। এভাবেই হাই কওয়ালিটি dofollow ব্যাকলিঙ্ক তৈরি করা হয়, যার কারনে ব্লগ এর অথরিটি বারে।
Cons
Cost: যদি আপনে একটি ওয়েবসাইটের সম্পূর্ণ নেটওয়ার্ক তৈরি করেন এবং ভালোভাবে দেখাশোনা করেন তাহলে ভালো পরিমাণ খরচ বহন করতে হয়। যদি আপনে মেনেজ না করেন এবং অন্য কোনো কোম্পানির নেটওয়ার্ক সাথে যুক্ত হন তা ও আপানার ভালো পরিমাণ খরচ বহন করে হয়।
Time: এই ধরনের নেটওয়ার্ক ব্যবহার করতে কেবল অর্থ নয় সময়ও অনেক লাগে।যেমনটা আপনে উপরে পরেছেন যে অনেক গুলো ওয়েবসাইট কে একটি মেইন ওয়েবসাইটে যুক্ত করে।সুতরাং এটি ঠিক নয় যে কেবল ওয়েবসাইট সংযোগের মাধ্যমে নেটওয়ার্কটি প্রতিষ্ঠিত হবে।
যতোই এক্সপাইয়ার ডোমেইন কিনেন না কেনো প্রতিটিতে ব্লগ সেটআপ করতে হয় এবং থিম ও প্লাগিন ইন্সটল করতে হয়। তার পর কনটেন্ট লিখতে হয় এবং ওই ব্লগ এর জন্য সশিয়াল অ্যাকাউন্ট খুলতে হয়। যতো ভালো নেটওয়ার্ক তৈরি করতে চান অতো ভালো সময় দিতে হয়।
Risk: আপনে যদি ব্লগার হয়ে থাকেন তাহলে তো এই কথা জানেন যে গুগল সবসময় স্প্যামই লিঙ্ক খুঁজে, আর আপনে যদি ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য কুয়ালিটি ছাড়া লিঙ্ক তৈরি করেন তাহলে পেনাল্টি খাওয়ার সম্ভবনা থাকে।
PBN কি কাজ করে? কীভাবে PBN তৈরি করবেন?
উপরে উল্লিখিত তথ্যগুলি পড়ে আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে পিবিএন অন্যান্য লিঙ্ক বিল্ডিং কৌশলগুলির মতোও কাজ করে।
প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক ভালো আবার খারপ ও এটা ডিপেনড করে কীভাবে আপনে এটা ব্যবহার করছেন।
যদি আপনে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক এ শুধু লিঙ্ক বিল্ডিং করেন তাহেলে এটা খুব ক্ষতির কারন হবে।
এই কথা তো আপনে অবশ্যই শুনেছেন যে, "আপনার সমস্ত ডিম কখনই একটি ঝুড়িতে রাখা উচিত নয়"
লিঙ্ক বিল্ডিং করার সময় এই কথা গুলো আপনার মাথায় রাখা উচিত।
PBNs অবশ্যই কাজ করে কিন্তু এটা খুব বিজ্ঞতার সাথে ব্যবহার করতে হবে।
আমাদের কখনই লিঙ্ক বিল্ডিংয়ের একটি পদ্ধতির উপর নির্ভর করা উচিত নয়।
তো চলেন এখন আমারা জানবো কীভাবে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক এর মাধ্যমে লিঙ্ক বিল্ডিং তৈরির চেষ্টা করেতে পারি।
যদি আপনে PBN এর সাহায্যে সম্পূর্ণই ১০০% লিঙ্ক বিল্ডিং করে থাকেন তাহেলে খুব তারাতাই আপনার সাইটি পেনাল্টি খাবে।
সবসময় এটা মাথায় রাখতে হবে যে PBN ব্যবহার খুবই রিস্ক। যদি আপনে ১০ থেকে ১৫% লিঙ্ক বিল্ডিং করে থাকেন এই নেটওয়ার্ক এর সাহায্যে তাহলে আপনে সেফ। এগুলি ছাড়া, আপনার সামগ্রিক আউটবাউন্ড লিঙ্কগুলির 80% অন্যান্য উপায়ে করার চেষ্টা করা উচিত।
PBN কীভাবে একটি ওয়েবসাইটের SEO তে সাহায্য করে?
PBN সম্পর্কে পরে মনে হয় বুঝে গেছেন এবং এটাও বুঝতে পেরেছেন যে সব কিছুই আপনার কন্ট্রোল এ থাকে কিন্তু এটা বানাতে ও এটা মেইনটেইন করতে অনেক টাকা খরচ হয় এবং অনেক সময় ও খরচ হয়।
কিন্তু সবথেকে বড় কথা হলও আপনে সব কিছু কন্ট্রোল করতে পারবেন।
Number of লিঙ্ক, anchor টেক্সট ratio, কনটেন্ট এবং আরও অনেক কিছু যেটা একটি ওয়েবসাইট র্যাঙ্ক বাড়াতে কাজ করে।
সব কিছুই আপনে কন্ট্রোল করতে পারবেন।
কীভাবে একটি প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক তৈরি করেন?
আমি ওইগুলো খুব সহজ ভাষার লিখতেছি এবং আমি বলবো একটি PBN বানাতে আপনাদের কি কি করা লাগবে।
প্রধানত তিনটি জিনিসের দরকার হয়।
১. এক্সপাইয়ার ডোমেইন নাম (Expired Domain)
২. ওয়েব হস্তিং (Web Hosting)
৩. পিবিএন পরিচালনায় সহকারী
এক্সপাইয়ার ডোমেইন নাম (Expired Domain)
যদি আপনে এক্সপাইয়ার ডোমেইন (Expired Domain) লিখে গুগল এ সার্চ দেন তাহলে দেখতে পারবেন অনেক গুলো ওয়েবসাইট এই ধরনের সেবা প্রদান করে থাকে। কিন্তু মনে রাখবেন আপনার নিশ অণুযাইয়ে আপনার ডোমেইন খুজবেন এবং কিনবেন।
এক্সপাইয়ার ডোমেইন কিনার জন্য অনেক ওয়েবসাইট পাবেন, ওইখানে দেখে ডোমেইন কিনতে পারবেন। ডোমেইন কিনার সময় ডোমেইন এর অথরিটি এবং কুয়ালিটি দেখে কিনবেন।
ওয়েব হস্তিং (Web Hosting)
এটা বানানোর জন্য আপনে যেকোনো ওয়েব হস্তিং ব্যবহার করতে পারেন যদি আপনার কাছে বাজেট থাকে, তারপর আপনে PBN হস্তিং ব্যবহার করেন যেটা আপনার নেটওয়ার্ক কে অনেক নিরাপদ রাখে।
যদি আপনি কোনও সিঙ্গেল সার্ভারে আপনার PBN হোস্ট করার পরিকল্পনা করেন, তবে আপনার PBN ব্যাক আপ করার জন্য একটি প্লাগইন এবং আপনার নেটওয়ার্কের আইপি ঠিকানাটি মাস্ক করার জন্য ক্লাউডফেয়ার বা অন্য কোনও CDN নেটওয়ার্ক ব্যবহার করতে ভুলবেন না ।
PBN পরিচালনার সহকারী
PBN হলো একটি নেটওয়ার্ক, এটার মধ্যে অনেক গুলো ওয়েবসাইট রয়েছে এটা পরিচালনা করা এবং দেখাশোনা করার জন্য একজন পরিচালক দরকার হয়। একটি নেটওয়ার্ক সেট আপ করার সময়, আপনাকে সমস্ত সাইটের উপরে কনটেন্ট লিখতে হবে, সেগুলি আপডেট করতে হবে এবং লিঙ্ক বিল্ডিং করতে হবে।
সুতরাং এই পদ্ধতির মাধ্যমে প্রচুর কাজ হয়ে হয়, তো এর জন্য আপনাকে সবসময় সাইটে কাজ করতে হয় এবং মনোযোগ দিয়ে হয়, এগুলো সঠিক ভাবে দেখার জন্য একজন পরিচালক দেখতে হয় যে খুব ভালো করে মেনেজ করতে পারবে।
উপসংহার
প্রদত্ত তথ্য থেকে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে এটি ওয়েবসাইটটি অনেক সহায়তা করে। এটার ওয়েবসাইটকে রাঙ্ক করতে দূরত সাহায্য করে।
কিন্তু যখন এটা ব্যবহার করবেন, আপনি নিজের ওয়েবসাইটের র্যাঙ্কিং এর ক্ষমতা নষ্ট করার দুর্ভাগ্যজনক ঝুঁকিও নিতে হবে।
এমন ঝুঁকিপূর্ণ কাজ করা আপনার ব্লগ এর জন্য কি সঠিক হবে?
সত্যি না
সর্বোপরি ব্লগিং হলও আপনার অনলাইন ব্যবসা
SEO সাইটের জন্য খুব ভালো কিন্তু যদি এটা সঠিক ভাবে করা হয়
এর থেকে ভালো কাজ হলও আপনে আপনার ওয়েবসাইটের জন্য গেস্ট পোস্টিং, ব্লগ কমেন্ট, ফোরাম এবং সামাজিক নেটওয়ার্কগুলি ব্যবহার করা ভাল।


গুরুত্বপূর্ণ
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন